মুত্তিয়া মুরালিধরন। ক্রিকেটের মাঠে দুই দশকের বেশি সময় ধরে ব্যাটারদের কাছে আতঙ্ক হয়ে ছিলেন লঙ্কার এই স্পিন জাদুকর। সাবেক কিংবদন্তি কুমার সাঙ্গাকারার ভাষায়, লঙ্কান ক্রিকেটারদের মধ্যে ক্রিকেট নিয়ে সবচেয়ে বেশি পাণ্ডিত্য এই মুরালির। সেই স্পিন কিংবদন্তি এবার এশিয়া কাপের ধারাভাষ্য কক্ষে ক্রিকেট বিশ্লেষকের ভূমিকায়।
এশিয়া কাপে বাংলাদেশি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুরালিধরন। তখনই তার মুখ থেকে শোনা গেল টাইগারদের নিয়ে তার চিন্তাভাবনা। দলের দুই সিনিয়ার তামিম ইকবাল আর মাহমুদউল্লাহ রিয়াদকে না দেখে অবাক হয়েছেন মুরালি। আবার বর্তমান পারফর্মেও খুব একটা সন্তুষ্ট না তিনি।
বাংলাদেশ দলের এমন পারফরম্যান্স দেখে মুরালিধরনের মনে হয়েছে, টাইগাররা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি, '(বাংলাদেশের পারফর্ম্যান্স দেখে) অনেক অবাক হয়েছি। বাংলাদেশ খুবই ভালো একটি দল। তারা এখানে নিজেদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেনি। আশা করছি তারা এখান থেকে শিক্ষা নেবে।’
অধিনায়ক সাকিব আল হাসানের প্রশংসাও ঝরল তার কণ্ঠে, ‘সাকিব অধিনায়ক হিসেবে দারুণ। এজন্যই তাকে দায়িত্ব দেয়া হয়েছে। হুট হাট সাফল্য আসার চেয়ে ধারাবাহিকতা থাকাটা গুরুত্বপূর্ণ। যে ধারাবাহিক ভালো ফল দিতে পারবে সেই সফল।’
তবে এশিয়া কাপে বাংলাদেশের ভরাডুবি হলেও বিশ্বকাপে বাংলাদেশ আরো ভালো করবে বলেই আশা মুরালির। তবে এজন্য সিনিয়র ক্রিকেটারদের কথাও স্মরণে এনেছেন তিনি, 'তামিম কি অবসরে? (না ইঞ্জুরড) আসলে এসব ঘটেই থাকে। বিশ্বকাপে হয়ত তারা খেলবে। আসলে আমার মনে হয় আপনাদের দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। বেশ প্রতিভাবান একটি দল আছে। বিশ্বকাপের আগে সবকিছু গুছিয়ে নিতে পারলে এবং ভালোভাবে প্রস্তুতি নিতে পারলে বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ।
বাংলাদেশ অবশ্য এখন পর্যন্ত বিশ্বকাপের দল ঘোষণা করেনি। আইসিসির কাছে দল পাঠিয়ে দেওয়া হলেও তা প্রকাশ করেনি বিসিবি। এশিয়া কাপের পর দল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
দৈনিক নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত