নিজস্ব প্রতিবেদক : আজ ১৪ জুলাই, ২০২৩ সকাল দশটায় নাট্যকলা সংসদ, যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদ, যশোর আয়োজিত প্রতিষ্ঠানের বর্ষপূর্তি আয়োজন ও মাসিক দ্যোতনা সাহিত্য ম্যাগ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কলামিস্ট ও কবি আমিরুল ইসলাম রন্টু, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কবি এড, জি এম মূছা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কবি আহাদ আলী। সংগঠনের সম্পাদক কবি শাহরিয়ার সোহেল এর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় উপস্থিত ছিলেন কবি তহীদ মনি, কবি অরুণ বর্মন, কবি শরীফুল আলম, কবি রাজ পথিক, কবি কাজী নূর, কবি মাহমুদা খানম, কবি আহমেদ মাহবুব ফারুক, কবি সঞ্জয় নন্দী, কবি রেজাউল করিম রোমেল, কবি ও উপন্যাসিক সালমান পারভেজ সবুজ, কবি মনিরুল, কবি সানজিদা ফেরদৌস, কবি রহীম বাদশাহ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতি বলেন, একজন লেখকের দায়বদ্ধতা থেকে প্রতিমাসের পঠিত কবিতা, আলোচনা ও চিত্র ধারণের মাধ্যমে পরবর্তী মাসে প্রকাশিত হবে মাসিক দ্যোতনা সাহিত্য ম্যাগ- যা কালের যাত্রায় সাক্ষর হয়ে থাকবে সময়ের।
দৈনিক নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত