আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা কাভারভ্যানের সাথে পিকাপের ধাক্কা লেগে পিকাপ চালক ইমরান হোসেন (২৮) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪মে) সকাল ৮টায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আমতলী এলাকার কোকাকোলা কোম্পানীর গেইটের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা গামী একটি পিকাপ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভারভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় পিকাপের সামনের অংশ ধুমড়ে মুচড়ে গেলে ড্রাইভার ইমরান হোসেন ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ভালুকা ফায়ার সার্ভিসের সদস্যরানিহতের লাশ উদ্ধার করে ভরাডোবা হাইওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।
নিহত ইমরান হোসেন নারায়নগঞ্জ জেলার সদর উপজেলার হালিরটেক গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ পিপিএম জানান, ধারণা করা যাচ্ছে চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে, নিহতের লাশ উদ্ধার করে বিনা ময়না তদন্তে লাশ দাফনের আবেদনের প্রেক্ষিতে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
দৈনিক নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত