এস এম আকাশ ভ্রাম্যমাণ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়নের বাসিন্দা শতবর্ষী বৃদ্ধা কয়াত বানুর পাশে দ্বাড়িয়েছে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।আজ ঈদ উপহার নগদ অর্থ,ঈদ শপিং ও শাড়ি কাপড় পাঠিয়েছেন তিনি।
গত ১৬ এপ্রিল ২০২৩ তারিখে জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকায় ঈদে মানবিক আবেদন শতবর্ষী বৃদ্ধা কয়াত বানুর হেডলাইনে একটি নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি মুক্তাগাছায় ব্যাপক আকারে সারা ফেলেছে। ঐ দিনই প্রতিমন্ত্রী তার ব্যক্তিগত সহকারীকে নির্দেশ প্রদান করেন। সংস্কৃতি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোহাই মিনুল ইসলাম ইমন গভীর রাতে বৃদ্ধার ঠিকানা সংগ্রহ করেন এবং যথারীতি তার বাড়িতে ঈদ উপহার নিয়ে যান।
বৃদ্ধা কয়াত বানু বলেন, কত মানুষের কাছে হাত পাতছি কেউ আমার খবর নিছে না আংগর প্রতিমন্ত্রী খালেদ বাবু আমার জন্য কত কিছু পাঠাইছে।আল্লাহ তারে বাঁচাইয়া রাখুক দীর্ঘদিন হায়াত দান করুক।
মেয়ে হাসিনা বলেন,আল্লাহ রমজানে আমার মায়ের দিকে চোখ তুলে তাকিয়েছে।এখন আমরা আর চিন্তা করতাম না।হাতে টাকা নাই ঘরে বাজার নাই অনেক কষ্টে দিন কাটতাছিল আল্লাহ সাংবাদিকের উসিলায় আমাদের দিকে চোখ তুলে তাকাইছে।জীবনে কল্পনাও করছিলাম না প্রতিমন্ত্রী আমার মায়ের খবর নিব।আল্লাহ আমগর স্বপ্ন পূরন করেছে।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোহাই মিনুল ইসলাম ইমন বলেন,গত ১৬ তারিখ পত্রিকায় সংবাদটি দেখে তিনি আমাকে নির্দেশ প্রদান করেন কয়াত বানুর ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য।আমি আজ সশরীলে হাজির হয়েছি এবং প্রতিমন্ত্রীর দেওয়া ঈদ সামগ্রী, নগদ অর্থ ও ঈদ উপহার তার হাতে পৌঁছে দিয়েছি।যেহেতু তার বসবাস করার জমি নেই, ইনশাআল্লাহ ঈদের পর থাকার জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে একটি পাকা ঘরের ব্যবস্থা করে দেওয় হবে।প্রতিমন্ত্রী মহোদয় তার পাশে থাকারও আশ্বাস দিয়েছেন।
দৈনিক নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত