মোহাইমিনুল ইসলামঃ কুড়িগ্রাম জেলার উলিপুর উলপজেলার থেতরাই ইউনিয়নে প্রতিবছরের ন্যায় এবারেও পহেলা বৈশাখ উপলক্ষে ঐতিহ্যবাহি চরকের মেলা অনুষ্ঠিত হয়েছে।
১৪ এপ্রিল শুক্রবার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এই ঐতিহ্যবাহি এই মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় উপজেলার বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা ঘুড়ে ঘুড়ে নিজেদের পছন্দের জিনিস কিনতেছেন।
মেলা উদযাপন কমিটির সাধারন সম্পাদক আবু মুসা বলেন, গত কয়েকদশক থেকে ঐতিহ্যের সাথে এই চরকের মেলা অনুষ্ঠিত হয়ে আসতেছে। তারই ধারাবাহিকতায় এবারেও আমরা পহেলা বৈশাখ উপলক্ষে শান্তিপূর্ণ ভাবে মেলার আয়োজন করেছি।