সমীর সরকার হালুয়াঘাট প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটের ২নং জুগলী ইউনিয়নের গামারিতলা গ্রামের জাহাঙ্গীর নামে এক কালোবাজারি ব্যবসায়ীর নিজ বাড়ী থেকে খাদ্যবান্ধব কর্মসূচীর ৪০ বস্তা চাল সহ একজন কে আটক করেছে প্রশাসন।
সোমবার রাতে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসানের নেতৃত্বে সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসার রতন দাস এ চালগুলো আটক করে থানায় নিয়ে আসেন।এ ঘটনায় সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রতন দাস বাদী হয়ে অবৈধ ভাবে চাল মজুদ করে রাখার অভিযোগে জাহাঙ্গীর (৩৮) কে আসামী করে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করেছেন।
জানা যায়, গামারিতলা গ্রামের আকরাম হোসেনের পুত্র জাহাঙ্গীর দীর্ঘদিন যাবৎ কালোবাজারী ব্যবসার সাথে জড়িত।বিভিন্ন সময়ে খাদ্যবান্ধব কর্মসূচীর চালসহ কালোবাজারী ব্যবসা করে আসছিল।স্থানীয়রা জানান, গামারিতলা গ্রামের আকরাম হোসেনের পুত্র রিয়াদ খাদ্যবান্ধব কর্মসূচীর অধীনের ডিলার। তবে এ মামলায় ডিলারকে আসামী করা হয়নি বিধায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অনেকেরই অভিযোগ, এ ঘটনায় ডিলারসহ আরও কয়েকজনের সংশ্লিষ্টতা রয়েছে।
ট্যাগ অফিসার রতন দাস বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসানের নির্দেশে ঘটনাস্থল থেকে চালগুলো জব্ধ করা হয়েছে। একজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খান বলেন, ডিলারের নাম এজাহারে আসেনি বিধায় শুধুমাত্র জাহাঙ্গীরের নামেই মামলা হয়েছে।