পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগের যৌথ আয়োজনে জটিল ও কঠিন রোগে আক্রান্ত ৭৫ জন অস্বচ্ছল নারী-পুরুষের সু-চিকিৎসার লক্ষ্যে আজ সরকারি অনুদানের ৩৭ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৭৫ জন নারী-পুরুষ-শিশুদের মাঝে সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের এ চেক বিতরণ করা হয়।
সমাজসেবা অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক মোঃ ইকবাল কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। এছাড়া সিভিল সার্জন ডাঃ হাসনাত ইউসুফ জাকীসহ গনমাধ্যকর্মীগন এসময় উপস্থিত ছিলেন।