নইমুল হক নায়ুম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: শনিবার (৮ এপ্রিল ২০২৩) বিকালে সারাদেশের ন্যায় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচি পালন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান শেষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর মহাসচিব ও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা: মো. আব্দুস সালাম এর সৌজন্যে বালিয়াডাঙ্গী থানা হাফেজিয়া মাদরাসার এতিম হাফেজ শিক্ষার্থীদের মাঝে কাপড় বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুর করিম, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. জাফরুল্লাহ্, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ্যাড. মো. সৈয়দ আলম, সাধারণ সম্পাদক ড. টি.এম মাহবুবুর রহমান, সহ-সভাপতি মো. আইয়ুব আলী খাঁন, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সোবহান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মামুন আক্তার সুবর, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. দবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কৃষক দলের আহবায়ক মো. ইউসুফ আলী, সদস্য সচিব মো. রবিউল ইসলাম, জাসাস এর সভাপতি সাংবাদিক হারুন অর রশিদ, যুবদলের সভাপতি মো. আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মো. এন্তাজ আলী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জুলফিকার আলী শাহ্, ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মো. হাসান আলী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফন্ট বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সদস্য সচিব শ্রী উজ্জ্বল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান চৌধুরী রাশেদ, ছাত্রদলের সদস্য সচিব আবু সায়েদ, যুগ্ম আহবায়ক মো. ইলিয়াস আলী প্রমুখ।