কে এস বাবু দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে ফুফুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মাহাবুব (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চারিয়া পূর্বপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত শিশু উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মউ গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে,গতকাল বৃহস্পতিবার চারিয়া মাসকান্দার পূর্বপাড়া গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে আসে মাহাবুব। শুক্রবার দুপুরে বাড়ির সামনে পুকুরে গোসল করতে যায়। এ সময় পানিতে ডুবে যায় মাহাবুব। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মাহাবুবকে মৃত ঘোষণা করে।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক আব্দুল হান্নান জানান, নিহত শিশুর মা-বাবাকে খবর দেওয়া হয়েছে তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।