আইয়ুব আলী: কুমিল্লার হোমনায় পুকুরের পানিতে ডুবে তাকিয়া আয়মান নামে দুই বছরের কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের সাইফুল ইসলাম শাকিলের কনিষ্ঠ মেয়ে।
পারিবারিক সুত্রে জানা গেছে, তাকিয়া শুক্রবার দুপুরে বাড়ির আঙ্গিনায় অন্যান্য শিশুর সাথে খেলা করছিল। হঠাৎ খেলার ফাঁকে বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে যায়।আত্মীয়স্বজনরা কোথাও খুঁজে না পেয়ে বাড়ির পাশে পুকুরে পানিতে ভাসতে দেখে। পরে স্বজনরা উদ্ধার করে হোমনা সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্বতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক বলেন,পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।