আইয়ুব আলী: কুমিল্লার হোমনায় পবিত্র রমজানে ভোক্তা অধিকার সংরক্ষণ ও সঠিক পণ্য এবং মাননিয়ন্ত্রণের লক্ষ্যে বাজার মনিরটিং কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার থানা পুলিশের সহযেগিতায় ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করে পাচঁটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
রমজানে কাচাঁবাজার, খেজুরের অস্বাভাবিক মূল্য তদারকি, ফলের দোকান, মুদি, মনোহরী, হোটেলসহ বিভিন্ন দোকানে মূল্যতালিকা, পণ্যের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ, খাবার হোটেলে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার তৈরীসহ নানা বিষয়ে পর্যবেক্ষণ করে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান । এ সঙ্গে ছিলেন থানার এসআই ইকবাল মনিরসহ পুলিশ সদস্যরা।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান বলেন, পাচঁটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।