আল-আমিন কবিরঃ সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় ফুটওভার ব্রিজ সহ ইউলূপ কাজ এখন দৃশ্যমান, মারিখালি নদের উপর ২ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত দ্বিতীয় ফুটওভার ব্রিজ সহ ইউলুপের সৌন্দর্য ফুটে ওঠেছে মহাসড়ক।
গত বছরের ৭ ই ডিসেম্বর ২০২২ তারিখে উদ্ভোধন করেন সরক ও পদের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকা, উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান উল ইসলাম উপস্থিত থেকে উদ্ভোধন করেন
২ এপ্রিল রোববার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গিয়ে দেখা যায় মহাসড়কে ইউলূপের সৌন্দর্য ফুটেছে ওঠেছে চারিদিক থেকে আকর্ষন করে পথচারি, স্থানীয় ব্যবসায়ী রোমান মিয়া বলেন ফুট ওভার ও ইউলূপের কাজটি সম্পূর্ণ হলে আমাদের সোনারগাঁও যানযট মুক্ত হবে পাশাপাশি সড়ক দূর্ঘটনা থেকে মুক্তি পাবে এলাকাবাসী, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যস্ততম মোগরা পাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কে যানজট নিরসনে সড়ক ও জনপথ অধিদপ্তর যুগান্তকারী উদ্যোগ গ্রহনের মধ্যে পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছেন পরিকল্পনা অনুযায়ী মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ফুট ওভার ব্রিজ সহ ইউলুপ করে রাস্তা প্রসস্ত করা, মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর (হাজী হাফেজ মোবারক হোসেন মাদ্রাসা সংলগ্ন) হতে পিরোজপুর মেরী খালী ব্রীজের নিচ দিয়ে চৌরাস্তা হয়ে ঢাকা অভিমুখে মোট ৩ টি ইউলুপ করার ঘোষনা হয় অন্যদিকে বন্দর উপজেলার মদনপুরে ফুটওভার ব্রীজ ণির্মান করার পরিকল্পনা বাস্তবায়নের পথে
সড়ক ও জনপথ অধিদপ্তরের নারায়ণগঞ্জ শিমরাইল ভিটিকান্দী উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আবুল হোসেন। তিনি বলেন, সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় দ্বিতীয় ফুটওভার ব্রিজ সহ ৩ টি ইউলুপ এবং বন্দরের মদনপুরে ফুটওভারব্রীজ ণির্মানের কাজ খুব শীঘ্রই শুরুর ঘোষনা করেছিলাম সেই লক্ষে মহাসড়কে ইউলূপ সহ ফুটওভার ব্রিজ নির্মানের কাজ সম্পূর্ণ করার পথে।
নাগরিক ভাবনা/এইচএসএস