সাভারের আশুলিয়ায় দুই বাসের রেষারেষিতে চাপা পড়ে মেহেদী হাসান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী (৩৫) নিহত হয়েছেন।
আশুলিয়ায় উত্তেজিত জনতা আলীনূর পরিবহনের বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তা নিভেয়ে ফেলেন।
রোববার (০২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ দিকে দুর্ঘটনার পরই ওই সড়কে বিক্ষোভ করেন স্থানীয়রা। তারা দুর্ঘটনাকবলিত বাস দুটিতে আগুন ধরিয়ে দেন।
নিহত মেহেদী হাসান রাজধানীর ডেমরা থানার থুলথুলিয়া এলাকার মাজেদ বাহারুলের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জিরাবো ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবির হোসেন জানান, বাইপাইল থেকে রেষারেষি করে বেপরোয়া গতিতে দুটি বাস আবদুল্লাপুর যাচ্ছিল। পথে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কের জিরাবো এলাকায় ওই দুই বাসের মাঝে চাপা পড়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ওই আরোহী। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ উদ্ধার করা হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, বাসের রেষারেষিতে দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। উত্তেজিত জনতা এ সময় আলীনূর পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দেন়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভেয়ে ফেলেন।
এ ঘটনায় এক বাসচালককে আটক করা হয়েছে৷ পুড়িয়ে দেয়া বাস দুটিকে রেকার দিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়া হয়। এ সময় সড়কটিতে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয় বলেও জানান তিনি।