যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টায় হাসপাতাল হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সিনিয়র স্টোর অফিসার ডা. খালেদ মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হাসপাতালের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক ও সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোঃ জাকিউল ইসলাম, হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. শেখ আলী রেজা সিদ্দিকী। এ ছাড়াও আরও বক্তব্য রাখেন- সেবা তত্ত্বাবধায়ক নীভা রানী চন্দ্র, সিনিয়র স্টাফ নার্স মোঃ লুৎফর রহমান, সিনিয়র স্টাফ নার্স রফিকুর রহমান সিদ্দিকী, সিনিয়র স্টাফ নার্স আম্বিয়া আক্তার, স্টোর অফিসার মোঃ শাহজাহানসহ প্রমুখ। এর আগে প্রত্যুষে জাতীয় পতাকা উত্তোলন ও নগরীর ব্রিজ মোড় সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে জাতির পিতা, সকল বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এরপর সকাল ১০ টায় মেডিকেল কলেজ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর মুর্যালে পুস্পস্তবক অর্পন করেন হাসপাতালের পরিচালক, ভারপ্রাপ্ত উপ-পরিচালক, কলেজের অধ্যক্ষসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বহি:র্বিভাগের সর্দার মোঃ মিজানুর রহমান, রেকর্ড কিপার মোঃ গোলাম মোস্তফা, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, সেবক-সেবিকা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ।