পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ মার্চ) জমি সংক্রান্ত বিরোধের সৃষ্টি হয় এবং এক পর্যায়ে মারপিটের ঘটে এবং দিবাগত রাত তিন’টায় চিকিৎসাধীন অবস্থায় ঐ যুবকের মৃত্যু ঘটে।
নিহত যুবকের নাম মোঃ সেলিম (৩৫)। তিনি উপজেলার সদর ইউনিয়নের শামসুল হকের পুত্র।
মামলার তথ্য অনুসন্ধানে জানা যায়, কয়েকদিন আগে থেকেই বসতবাড়ির জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এই অবস্থায় ঘটনার দিনে স্থানীয় ইউপি সদস্যর উপস্থিতিতে সার্ভেয়ার দিয়ে বসতবাড়ী সীমানার জরিপ চলছিল। জরিপের এক পর্যায়ে আসামী ফরিদুল ইসলাম উত্তেজিত হয়ে ইউক্যালিপটাস গাছের মোটা কাঠ দিয়ে সেলিমের মাথায় সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সেলিম। গুরুতর আহত অবস্থায় সেলিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত তিনটায় তিনি মৃত্যুবরণ করেন। ময়না তদন্ত শেষে নিহতের পারিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। সন্ধায় নিহতের স্ত্রী মোছাঃ বেবি আক্তার বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে দেবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দেবীগঞ্জ সার্কেলের এএসপি রুনা লায়লা হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিমের পরিবার এজাহার দায়ের করেছে। ইতোমধ্যেই আমরা একজন আসামিকে গ্রেফতার করেছি, বাকি আসামিদের ধরতে আমরা কাজ করছি।