শাহজাহান খন্দকার উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালন করা হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
দিবসটি উপলক্ষে সকাল ৬:৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পূস্পস্তবক অর্পণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রকৃতি তে পূস্পস্তবক অর্পণ পবিত্র কোরান তেলাওয়াত ও ৭১ এর গণহত্যা শহীদদের গণকবরে পূস্পস্তবক অর্পণ শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ ২৭ কুড়িগ্রাম ৩ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন,উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংশা,উলিপুর থানা অফিসার ইনচার্জ ওসি শেখ আশরাফুজ্জামান,মেয়রআলহাজ্ব মামুন সরকার মিঠু উপজেলার সকল জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, বাংলাদেশ আওয়ামী লীগ উলিপুর উপজেলা শাখা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কোমল মতি শিক্ষার্থী বৃন্দ ও আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ ।
প্যারেড গ্রাউন্ডে অংশ গ্রহণ করেন বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,ফায়ার সার্ভিস।
অনুষ্ঠান চলাকালীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা কর্মকর্তাগণ সকাল ৮:৩০ মিনিটে উলিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উলিপুর উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তলন ও সম্মান প্রদর্শন, পবিত্র কোরান তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ, এবং কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে দিবসটির সমাপ্তি ঘোষণা করা হয়, অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট পেপার সাংবাদিক বৃন্দ।