নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আনন্দ মোহন কলেজের আয়োজনে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষে গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ, আলোচনা সভা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও নগরীর থানারঘাট বদ্ধভূমিতে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমান উল্লাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ. কে. এম. মঞ্জরুল হক তারা। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন-আনন্দ মোহন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ নূরুল আফছার,২৫শে মার্চ উদযাপন কমিটির আহবায়কত প্রফেসর মোঃ খাইরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নিরীহ বাঙালির উপর অতর্কিত আক্রমণ ও নির্মম হত্যাযজ্ঞ সম্পর্কে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। এছাড়াও বক্তব্য রাখেন-আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের আহবায়ক শেখ সজল, যুগ্ন-আহবায়ক ওমর ইসলাম, যুগ্ন আহবায়ক মোস্তফা কামাল, যুগ্ন আহবায়ক আশিক তন্ময়সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতি প্রফেসর মোঃ আমান উল্লাহ বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গণহত্যার শিকার সকল শহিদকে। এ সময় তিনি বলেন, বাঙালি জাতিকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার উদ্দেশ্যে ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানের হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে গণহত্যা চালায়। এটি ছিল একটি প্রজন্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার এক নারকীয় পরিকল্পনা। বিশ্ব ইতিহাসে এমন গণহত্যার নজির আর নেই।তিনি এই দিনে আত্মত্যাগকারী শহীদদের রুহের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁদের আদর্শে শিক্ষার্থীদের উজ্জীবিত ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতি গঠনে অবদান রাখার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন-আনন্দ মোহন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।