ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজির পথচারীদের মাঝে ইফতার বিতরণ
সর্বশেষ পরিমার্জন:
শনিবার, ২৫ মার্চ, ২০২৩
১৮৯
বার পঠিত
ফেনী পৌরসভার জননন্দিত মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজির পথচারীদের মাঝে আজ ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ।
আজ রমজানের প্রথম দিন ইফতারের ঠিক ১ ঘন্টা আগে মিয়াজি বাড়ির দরজায় হাজির ফেনী পৌরসভার জননন্দিত মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি পথচারীদের জন্য ইফতারি নিয়ে। ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি প্রতি বছরের ন্যায় এবারেও পথচারী, অসহায়, দিনমজুর, রিকশা চালক ও খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি বলেন আমার হায়াত যতদিন আছে ততদিন এই কার্যক্রম চলমান থাকবে। তিনি ঢাকা, চট্টগ্রাম হাই রোড়ে মহিপাল অংশে প্রতিবছর এই ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। তার ন্যায় এই রমজানের আজকে ১ম দিন থেকে ইফতার বিতরণ কার্যক্রম চালু করেন। এতে দূরপাল্লার বাসের যাত্রী, ড্রাইভার সহ পথচারী সহ কেউ বাদ যায় না।তিনি নিজে উপস্থিত থেকে মানুষের হাতে হাতে ইফতার সামগ্রী তুলে দেন।এছাড়াও সেচ্ছাসেবক ও দলীয় নেতাকর্মী সহ সকলের সহায়তায় ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি। তিনি সম্পুর্ণ ব্যাক্তিগত উদ্যোগে প্রতিবছর এই ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন যাতে শেষ নিঃশ্বাস পর্যন্ত এই ধরনের কাজে নিজেকে বিলিয়ে দিতে পারেন।