প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জনপ্রতিনিধের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে বিকেলে পর্যন্ত উপজেলা পরিষদ মাঠে রহমাত উল্যাহ আজিজা ফাউন্ডেশনের উদ্যোগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলার ৯টি ইউনিয়ন, চাটখিল পৌরসভার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জনপ্রতিনিধিদের মাঝে ৬হাজার প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এউপলক্ষে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক নাজমুল হুদা শাকিলের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও রহমত উল্যাহ আজিজা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম। আয়োজিত সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সদস্য ও চাটখিল পৌর সভার সাবেক প্যানেল মেয়র আহসান হাবীব সমীর, বিআরডিবি’র চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান), চাটখিল উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি এস.এম বাকী বিল্লাহ্, পৌর আওয়ামী লীগ সভাপতি শাহ জাহান খান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি শামীমা আক্তার মেরী প্রমুখ। সভায় প্রধান অতিথি আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব নিকটে থাকায় নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) এলাকার জনসাধারণের দুঃখ দুর্দশার পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদেরও দুঃখ কষ্টের কথা জানাতে পারেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন সময়ে তিনি নেতাকর্মীদের জন্য ইফতার, ঈদ উপহার সহ বিভিন্ন সহযোগিতা নিয়ে আসেন। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় দেশের যে উন্নয়ন হয়েছে তা অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী -১ (চাটখিল-সোনাইমুড়ী) আসেন নেত্রী যাকেই নৌকার প্রার্থী করবেন তাকে বিজয় করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সভা শেষে আলহাজ্ব জাহাঙ্গীর আলম নিজ হাতে এসব ইফতার সামগ্রী নেতাকর্মী এবং জনপ্রতিনিধিদের হাতে তুলে দেন। পরে বিকালে তিনি সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন। মতবিনিয়ম সভায় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক বখতিয়ার সিকদার, আলমগীর ইউসুফ, নাছির উদ্দিন বাদল, খোরশেদ আলম, আবু তৈয়ব প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার জেলা প্রতিনিধি, চাটখিল ও সোনাইমুড়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিয়ম শেষে আলহাজ্ব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
মোজাম্মেল হক লিটন, চাটখিল (নোয়াখালী)