শরণখোলায় ৭৫ টি ভুমিহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর
সর্বশেষ পরিমার্জন:
বুধবার, ২২ মার্চ, ২০২৩
১০২৩
বার পঠিত
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবার (২২মার্চ) সকালে আনুষ্ঠানিক উদ্বোধনের পর বাগেরহাটের শরণখোলার ভূমিহীন ও গৃহহীন ৭৫ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘরের চাবি ও দলিল। নিজেদের স্থায়ী ঠিকানা পেয়ে মহা খুশি এই ছিন্নমূল মানুষগুলো।
তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘজীবন কামনা করেন।শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. নুর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আ. জব্বার। আওয়ামীলীগ নেতা তপু বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক খান, হেমায়েত উদ্দিন বাদশা, কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার,
প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, ধানসাগর ইউপির চেয়ারম্যান মইনুল ইসলাম টিপু ও রায়েন্দা ইউপির প্যানেল চেয়ারম্যান জালাল আহমেদ রুমি।ঘরের দলিল ও চাবি হাতে পেয়ে সবাই উচ্ছাস প্রকাশ করেন। এদের মধ্যে মো. লোকমান হোসেন, রেনু বেগম, লিপি বেগমসহ উপকারভোগী বেশ কয়েক জনের
সঙ্গে আলাপকালে জানান, তারা কেউ থাকতেন অন্যের বাড়ির আশ্রিত হয়ে। কেউ ভাড়া বাসায়। কেউ যাযাবরের মতো। কারোরই স্থায়ী ঠিকানা ছিলনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমিসহ ঘর উপহার দেওয়ায় তাদের এখন ঠিকানা হয়েছে। তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুর-ই আলম সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ পর্যায়ের (প্রথম ধাপ) ৭৫টি ঘরের চাবি ও দলিল উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। ঘর পেয়ে সাবাই
আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। ইউএনও জানান, শরণখোলায় মোট ৭৮২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার
তালিকাভুক্ত করা হয়েছে। এর আগে প্রথম, দ্বিতী ও তৃতীয় পর্যায়ে ২২৬টি পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। বাকি ৪৮১ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পর্যায়ক্রমে পূর্নবাসন করা হবে।