৯ম শ্রেণীর ছাত্র জিসানের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । বুধবার (২২মার্চ) দুপুরে জিসানের বিদ্যালয়ের সহপাঠী শিক্ষক ও তুলসীঘাট এলাকা ও এর আসেপাশে এলাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাব এবং এলাকাবাসীর আয়োজনে প্রায় ২ঘন্টা ব্যাপি গাইবান্ধা পলাশবাড়ী সড়কের তুলসীঘাট এলাকায় রাস্তা অবরোধ করে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, নিহত জিসানের মা হাজরা বেগম, চাচা শাজাহান আকন্দ, শিক্ষক আব্দুল মন্ডল, জাহিদ হাসান, সামিম মিয়া, রুবেল মৃধাসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী বক্তারা অবিলম্বে জিসান হত্যা কারী ও হত্যার সঙ্গে জড়িত সকলকে গ্রেপ্তার করে দ্রুত ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য,গত শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার কুপতলা ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রাম থেকে জিসান মিয়ার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। জিসান সদর উপজেলার শাহাপাড়া ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের জাইদুল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র।
সাহিম রেজা, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা
দৈনিক নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত