হোমনায় ৫৭ ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঘর উপহার
সর্বশেষ পরিমার্জন:
বুধবার, ২২ মার্চ, ২০২৩
২৮১
বার পঠিত
কুমিল্লার হোমনায় আশ্রায়ণ- ০২ প্রকল্পের আওতায় তৃতীয় ও চতুর্থ পর্যায়ে ৫৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহ উপহার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর উপজেলা পরিষদ মিলনায়তনে ৫৭টি পরিবারকে দুই শতক জমি ও দুই কক্ষ বিশিষ্ট একটি সেমি পাকা গৃহের সনদপত্র ও পর্চা আনুষ্ঠানিকভাবে প্রদান করেন।
বুধবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই গৃহ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর এ উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনের আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির, চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানি মো. মোজাম্মেল হক, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রধান প্রমুখ। এ সময় শিক্ষক, সাংবাদিক ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ২১৮ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও ঘর দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ১২৮ টি দেওয়া হয়েছে।