সমীর সরকার হালুয়াঘাট প্রতিনিধি: ২২ মার্চ বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কর্তৃক ভূমিহীন- গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। শেখ হাসিনার প্রচেষ্টায় বাংলাদেশের ১৫৯ টি উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন এবং তার সাথে আরও যুক্ত হলো ভূমিহীন-গৃহহীনদের জন্য ৩৯,৩৬৫ বাড়ি।
তারই আলোকে হালুয়াঘাট উপজেলা কনফারেন্স রুমে উপজেলা কর্তৃক ১৮ জন গৃহহীনের মাঝে জমির দলিল হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে ভীষন খুশি তারা, প্রধানমন্ত্রী সহ এই সরকারকে দোয়া আশির্বাদ করেন, তার দয়াতে আমাদের এখন একটি মাথা গুজার ঠাঁই হল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান,নব নির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খায়রুল আলম ভুঞা, সহকারী কমিশনার ভূমি আফরোজা আফসানা,মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ ও শাখাওয়াত হোসেন ফকির, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, আওয়ামী লীগের সহ সভাপতি আবদুর রশিদ, সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশিষ্টজন ও ভোক্তভোগিদের নিকট আত্মীয় স্বজনরা।