মোঃশাহজাহান খন্দকার উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ৫ বছরের সাজার ভয়ে ১২ বছর পলাতক থাকার পর পুলিশের হাতে আটক হয়েছেন মশিউর রহমান(৫৫) নামে এক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী। আটক মশিউর রহমান উপজেলার পুর্ব শিববাড়ী গ্রামের মৃত নজির হোসেনের পুত্র।
পুলিশ জানায়, লালমনিরহাট জেলার মহেন্দ্র নগরে দীর্ঘ ১২ বছর ধরে পলাতক ছিলেন মাদক কারবারি মশিউর রহমান।
বিভিন্ন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে উলিপুর থানার এসআই মিজানুর রহমান মিজান অভিযান চালিয়ে পলাতক আসামী মশিউর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হন।
মঙ্গলবার(২১ মার্চ) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।