সোনাগাজী-দাঘনভূঁঞায় আরো ২২৭ ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাচ্ছে
সর্বশেষ পরিমার্জন:
মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
১৯৮
বার পঠিত
ফেনীর দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার আরও ২২৭ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে ঘর। ইতোমধ্যে এসব ঘর প্রস্তূত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ভোধনের পরই এসব ঘর এবং ঘরের কাগজপত্র ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবে জেলা প্রশাসন।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক মোমেনা আক্তার জানান, চতুর্থ পর্যায়ে সোনাগাজীতে ১৩২ পরিবার ও দাগনভূঞাতে ৯৫ পরিবারকে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিসহ ঘরগুলো বুঝিয়ে দেওয়া হবে। তিনি জানান, নির্ধারিত ২২৭ পরিবারসহ জেলায় মোট ১ হাজার ৪৯২ পরিবার দুই শতক ভূমিসহ ঘর বুঝে পেল।
জেলা প্রশাসকের রাজস্ব শাখা সূত্রে জানা যায়, জেলায় ২ হাজার ৪১ পরিবারকে ভূমিহীন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতোপূর্বে ফেনী সদরে ৩৩১ পরিবার, ছাগলনাইয়ায় ১৫০ পরিবার, পরশুরামে ৯৫ পরিবার এবং ফুলগাজী ৯৪ পরিবারকে ভূমিসহ ঘর বুঝিয়ে দেওয়ার মাধ্যমে ওই চার উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া সোনাগাজীতে নির্ধারিত ৯৫৮ ভূমিহীন পরিবারের মধ্যে ৩৩২ পরিবার এবং দাগনভূঞায় ২৬৩ পরিবারকে তৃতীয় পর্যায় পর্যন্ত ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে।