কচুয়ায় পুষ্টি ও ওয়াশ বিষয়ে বাজেট কর্মশালা অনুষ্ঠিত
সর্বশেষ পরিমার্জন:
মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
১৩৯
বার পঠিত
কচুয়ায় পুষ্টি উন্নয়নে অংশগ্রহন মূলক সমন্বিত (ক্রেইন) প্রকল্প আওতায় বাঁধাল ইউনিয়নে পুষ্টি ও ওয়াশ সিওর বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২০ মার্চ (সোমবার) সকাল ১১ টায় বাঁধাল ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত পুষ্টি উন্নয়নমুলক অংশগ্রহন সমন্বিত পুষ্টি ও ওয়াশ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কনসান ওয়ার্ল্ড ওয়াইড এর নেতৃত্বে ওয়াটার এইড বাংলাদেশের কারিগরি সহায়তায় রূপান্তর ও জেজেএস এর বাস্তবায়নে অনুষ্ঠানে কর্মশালায় সভাপতিত্ব করেন বাঁধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকিব ফয়সাল আহমেদ।
এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন বাধাঁল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কোটাল ইলিয়াস আহমেদ,কচুয়া উপজেলা এলজিইডি এর প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, কচুয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মোঃ রায়হান হোসেন,কচুয়ায়া উপজেলা এসবিসিসি কর্মকর্তা ইলিয়াস হোসেন,কচুয়া উপজেলা রূপান্তরের কো-অর্ডিনেটর নাসরিন সুলতানা মৌ।
এদিন পুষ্টি ও ওয়াশ বিষয়ে কর্মশালা সহ বাজেট বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।এখানে সিদ্ধান্ত গ্রহন করেছে বাধাঁল ইউনিয়নে যে সব পরিবারে শিশুরা ৩ বছরের কম বয়স সে সব পরিবারের মাঝে পটিপট বিতারন করা সহ ২০ টি হতদরিদ্র পরিবারের মাঝে ২০ টি পানির জার বিতরণ করা হবে।