1. smborhan.elite@gmail.com : Borhan Uddin : Borhan Uddin
  2. arroy2103777@gmail.com : Amrito Roy : Amrito Roy
  3. news.rifan@gmail.com : admin :
  4. holysiamsrabon@gmail.com : Siam Srabon : Siam Srabon
  5. srhafiz83@gmail.com : Hafizur Rahman : Hafizur Rahman
  6. elmaali61@gmail.com : Elma Ali : Elma Ali
বেলাবতে মামলা তুলে না নেয়ায় বৃদ্ধকে বাড়িতে তুলে নিয়ে বেঁধে নির্যাতন - The Nagorik Vabna
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৯ অপরাহ্ন
বিশেষ ঘোষণা
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি/সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীরা শীঘ্রই নির্দেশনাবলী পড়ে আবেদন করুন অথবা 09602111973 বা 01915-708187 নাম্বারে যোগাযোগ করুন...
আজকের শিরোনাম :
খুলনায় বন্ধ হয়ে যাওয়া ইটভাটা গুলো আবারো সক্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলের মসজিদে দীর্ঘ ষোল বছর পরে আজ মাইকে আজান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ৪ টি পরিবারকে আর্থিক সহায়তা প্রধান কালীগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝিনাইদহ হয়ে ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ ৫ জনকে আটক করেছে পুলিশ কালীগঞ্জে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক খুলনা যশোর মহাসড়কে গাছ ও কাঠ,ইট, বালু রেখে ফুটপাত দখল জনগনের চলাচলে ভোগান্তি মাগুরায় সাংবাদিককে কুপিয়ে যখম চাটখিলে পুলিশ সেনা যৌথ অভিযান অস্ত্র উদ্ধার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত-আহতদের আজীবন ভাতা প্রাপ্তির দাবিতে মানববন্ধন 

বেলাবতে মামলা তুলে না নেয়ায় বৃদ্ধকে বাড়িতে তুলে নিয়ে বেঁধে নির্যাতন

  • সর্বশেষ পরিমার্জন: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৭০ বার পঠিত

বেলাব(নরসিংদী) প্রতনিধি : নরসিংদী বেলাবতে আদালতে দায়ের করা মামলা তুলে না নেয়ায় মোঃ হানিফ মিয়া নামে এক বৃদ্ধকে বাড়ি থেকে তুলে নিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এক আওয়ামীলীগ নেতা ও তার ভাইদের বিরুদ্ধে।

এসময় তারা বৃদ্ধ মোঃ হানিফ মিয়া,তার স্ত্রী সমতা বেগম ও ছেলে মোশারফ হোসেনকেও মারধর করেছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে গত সোমবার দুপুরে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর ছায়েট দক্ষিণপাঁড়া গ্রামে। অভিযুক্ত আওয়ামীলী নেতা মোঃ দুলাল মিয়া ও তার ভাই বরজু মিয়া একই গ্রামের ইসমত আলীর ছেলে। তারা নির্যাতনের শিকার ওই বৃদ্ধের চাচাত ভাই। বেলাব থানা পুলিশ ঘটনাস্থল থেকে উক্ত বৃদ্ধকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করেছেন এবং অভিযুক্ত দুই ভাইকে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন।

জানা যায়,বিন্নাবাইদ ইউনিয়নের চর ছায়েট দক্ষিণপাঁড়া গ্রামের মৃত গোল মাহমুদের ছেলে মোঃ হানিফ মিয়ার সাথে দীর্ঘদিন ধরে প্রতিবেশি ইসমত আলীর দুই ছেলে দুলাল মিয়ার সীমানা নিয়ে দ্বন্ধ চলে আসছে। গত কিছুদিন আগে এ দ্বন্ধের জের ধরে দুলাল মিয়া ও বরজু মিয়া প্রতিপক্ষ মোঃ হানিফ মিয়ার বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় বাঁশ দিয়ে বেড়া দেয়। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্ধ চরমে পৌছে। এরই ফাঁকে হানিফ মিয়া গত কিছুদিন আগে নরসিংদী আদালতে দুলাল ও বরজু মিয়াসহ কয়েকজনকে আসামী করে জমির উপর নিষেধাজ্ঞা ও মারপিটের অভিযোগে দুটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর উভয় পক্ষের দ্বন্ধের নিরশন করার জন্য চলতি মাসের ১৫ তারিখে গ্রাম্য সালিশের আহবান করে এলাকাবাসি ও স্থানীয় সাংবাদিকরা। কিন্তু উক্ত তারিখে সালিশবীধরা না যাওয়ায় সালিসের নতুন তারিখ ঘোষনা করে গত ১৯ মার্চ রবিবার। কিন্তু ওই দিনও সারাদিন বৃষ্টির কারনে সালিশ হয়নি।

মামলা তুলে না নেওয়ায় ক্ষিপ্ত হয়ে আজ দুপুরে অভিযুক্তরা বৃদ্ধ মোঃ হানিফ মিয়াকে তার বাড়ি থেকে ধরে নিয়ে দুলালের বাড়িতে বেঁধে রাখে এবং মারপিঠ করে। এসময় বৃদ্ধের মেয়ে আকলিমা ৯৯৯ ফোন দিলে বেলাব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধ হানিফ মিয়াকে উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল থেকে দুলাল মিয়া ও তার ভাই বরজু মিয়াকে আটকে জেল হাজতে প্রেরণ করে।

নির্যাতনের শিকার বৃদ্ধ মোঃ হানিফ মিয়া বলেন,তাদের সাথে বাড়ির সীমানা নিয়ে আমার দ্বন্ধ আছে। আমি তাদের বিরুদ্ধে আদালতে একটি মামলাও দায়ের করেছি। এই মামলা কেন তুলে নেয়না এ কারনে আজ হঠাৎ করেই তারা আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে তাদের বাড়িতে বেঁধে মারধর করে। এসময় আমার স্ত্রী ও সন্তানেরা আমাকে বাঁচাতে গেলে তাদেরকেও মারধর করে।

বিন্নাবাইদ ইউনিয়নের চেয়ারম্যান সুলতানা রাজিয়া স্বপ্না বলেন, এ ঘটনাটি আমি শুনিনি। তবে যারাই ঘটনাটি ঘটিয়েছে তারা খুবই খারাপ করেছে।

বেলাব থানার ওসি মোঃ তানভীর আহমেদ বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে উদ্ধার করেছি। অভিযুক্ত দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছি। কোন পক্ষই এখন পর্যন্ত কোন অভিযোগ না দেয়ায় মামলা নেয়া হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরও খবর...

আপনি কি লেখা পাঠাতে চান?