“একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ” এই স্লোগানে ময়মনসিংহে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে পলিটেকনিক হোস্টেল মাঠে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ শওকত হোসেনের সভাপতিত্বে চাকরি মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পিআইডব্লিউ এর পরিচালক এ.ওয়াইএম জিয়াউদ্দিন আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ স্থানীয় সরকারের পরিচালক ফরিদ আহমেদ, হিউম্যান রিসোর্স ও ক্রাউন সিমেন্টের জেনারেল ম্যানজার এ.বি.এম ইউসুফ আলী খানসহ অন্যান্যরা। আলোচনা শেষে প্রতিটি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি এ ওয়াই এম জিয়াউদ্দিন আল-মামুনসহ আরো অতিথিবৃন্দ। বিভিন্ন প্রতিষ্ঠান মিলে ৩২টি স্টল নিয়ে চাকরি মেলায় অংশগ্রহণ করেন। পছন্দের প্রতিষ্ঠানে চাকরি নিতে বায়োডাটা জমা দিয়েছেন দক্ষ শিক্ষার্থীরা। জানা গেছে, ক্যারিয়ার সম্পর্কে শিক্ষার্থী, গ্র্যাজুয়েট ও চাকরিদাতাদের একই মঞ্চে নিয়ে এসে সচেতনতা বৃদ্ধি করাই এ মেলার উদ্দেশ্য। দেশের স্বনামধন্য বেশ কয়েকটি নিয়োগ-প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করেছে। এখানে চাকরি প্রার্থীরা যেমন পছন্দমত প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত জমা দিতে পারবে, তেমনি চাকরিদাতারাও পছন্দমতো প্রার্থী বাছাই করতে পারবে। কোনো কোনো প্রতিষ্ঠান আবার তাৎক্ষণিক সাক্ষাতকার নিয়ে নিয়োগপত্রও প্রদান করেছে।