সরকার সালাহউদ্দিন সুমন: গংগাচাড়া উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ২০২২ -২৩ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে ধান ওপাঠ বীজ ও সার বিতরণ করা হয় এবং চাষীদের চাষাবাদ সংক্রান্ত সমস্যা ও সমস্যার সমাধান বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় পরার্মশ দেওয়া হয়।
গংগাচাড়া উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত কৃষি প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি প্রণোদনা অনুষ্ঠানে কৃষকের মাঝে ১কেজি করে পাঠ বীজ ২৫০০কৃষক আর ৫ কেজি করে আউশধান বীজ, ১০ কেজি করে ডিআইবি সার ১০ কেজি করে এমওপি সার ও বীজ ৪৬০০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে।
উক্ত কৃষি প্রণোদনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য মো: বুলবুল আহমেদ গংগাচাড়া সদর ইউনিয়ন চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীসহ ইলেকট্রোনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার কৃষি বিষয়ে বিস্তরিত বক্তব্য রাখেন গংগাচাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মারুফা ইফতেখার সিদ্দিকা।
এ বিষয়ে কৃষি কর্মকর্তা বলেন, প্রান্তিক কৃষকের পাশে কৃষি সম্প্রসারন অধিদপ্তর সব সময়ে আছে। প্রণোদনা দিয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ মৌসুমে সাহায্য করার লক্ষ্যে বিনামূল্যে এ প্রণোদনা প্রদান।