সুলতান কবির: টাঙ্গাইল সদর উপজেলায় তোরাপগঞ্জ বাজারে ১১ নং কাতুলী ইউনিয়ন পরিষদ ও সর্বস্তরের জনগনের ব্যানারে ধলেশ্বরী নদী হইতে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
সোমবার ২০ মার্চ দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার তোরাপগঞ্জ বাজারে ইউনিয়ন পরিষদের সামনে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তারা বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৪-এর (খ) অনুযায়ী, সেতু, কালভার্ট, বাঁধ, সড়ক, মহাসড়ক, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ। কিন্তু তারপরও অসাধু কিছু বালু ব্যবসায়ীরা নিয়ম নীতির তোয়াক্কা না করেই অবাধে নদীর পাড় কেটে বিক্রি করছে।
মানববন্ধনে কাতুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শ্রমিক নেতা আব্বাস আলী। এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলার যুবলীগের সাবেক সভাপতি লাবু, টাঙ্গাইল সদর উপজেলার যুবলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম সাগর,ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,সেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামী লীগ সহ এলাকার স্থানীয় জনগন।
টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতনু বড়–য়া বলেন, মানববন্ধনের বিষয়টি আমার জানা নেই। তবে কেউ যদি সরকারী জমি অবৈধ ভাবে কেটে বিক্রি করে, আমার কাছে অভিযোগ আসলে ,আমি আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
দৈনিক নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত