শাহাদাত হোসাইন,শরণখোলা বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় গৃহস্থের ঘর থেকে একটি র্যাট স্নেক (সাপ) উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছ।
শনিবার (১৯ মার্চ) সকালে উপজেলার চালরায়েন্দা গ্রামের কালাম জমাদ্দারের বসত ঘরের বাড়ান্দায় সাপটি দেখতে পান তারা । এ সময় ঘরের পরিবারের লোকজন সাপের ভয়ে আতংকিত হয়ে পড়ে । পরে স্থানীয় সামসু গারুলী নামের ব্যক্তিকে খবর দিলে তিনি সাপটি উদ্ধার করেন ।
পুর্ব সুন্দরবনের শরণখোলা ষ্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, সাপ উদ্ধারের বিষয়টি জানতে পেরে সুন্দরবন রক্ষা বিষয়ক ওয়াইল্ড টীমের সদস্যদের খবর দেন । বনরক্ষি এবং ওয়াইল্ড টীমের সদস্যরা সাপটি শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসেন । শনিবার দুপুর১২ টায় দিকে ৬ ফুট লম্বা দাড়াস সাপটি অফিস সংলগ্ন বনে ছেড়ে দেওয়া হয়।
দৈনিক নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত