পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলার পাইক বাড়ি এলাকায় রোববার সকাল ৯টার দিকে ঘাতক বাসের চাকায় পিষ্ট হয়ে স্বামী চালকের স্ত্রী নাজমীনের (২৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় গৃহবধুর স্বামী আলমগীর মোল্লা (৪২) ও তাদের তিন বছরের কন্যা নাফিয়া গুরুতর আহত হয়েছে। নিহত নাজমীনকে জেলা হাসপাতালের মর্গে এবং আহতদেরকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রথ্যক্ষদশী ও পুলিশ জানায়, রোববার সকাল ৯টার দিকে সদরের আলামকাঠি এলাকার ধরানী বাড়িতে নাজমীনের চাচীর মৃত্যুর খবর শুনে নাজমীন, তার স্বামী ও তিন বছরের কন্যা একসঙ্গে নিজেদের মোটরসাইকেলে পিরোজপুর-নাজিরপুর সড়কের কদমতলার পাইকবাড়ি এলাকায় রওনা দেয়। এসময় পাশ থেকে দ্রুতগতিতে পিরোজপুর থেকে নাজিরপুরগামী ‘আল্লার দান’ নামের একটি যাত্রীবাহি লোকাল বাস যাবার প্রক্কালে ওভারটেক করার সময় মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। পরে আহতদেরকে উদ্ধার করে জেলা হাসপাতালে আনার পথে নাজমীনের মৃত্যু হয় বলে জানায় চিকিৎসকরা।
জেলা হাসপাতালের চিকিৎসক মো. রমজান বলেন, নাফিয়াকে হাসপাতালে নিয়ে আসারপর নফিয়াকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নাফিয়ার মা ঘটনাস্থলে মারা গেছেন। আর আহত আলমগীরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ: জা: মো: মাসুদুজ্জামান জানান, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে এবং বাসটিকে আটক করা হয়েছে।