১৮ মার্চ শনিবার সকাল ১০ ঘটিকায় কোরান তেলাওয়াত দিয়ে শুরু করে, জাতীয় পতাকা উত্তলন, এবং র্যালি বের হয় উপজেলা প্রেসক্লাব এর সকল সাংবাদিক সম্মিলিত হয়ে, উদ্বোধক জনাব বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু সহ শহরের মূল মূল ফটক গুলো প্রদক্ষিন করে উলিপুর উপজেলা প্রেসক্লাব এসে জমায়েত হয়।
এসময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, মিজানুর রহমান লিটন সভাপতি উলিপুর উপজেলা প্রেসক্লাব, আব্দুর রহিম (রাবু) সাধারণ সম্পাদক উলিপুর উপজেলা প্রেসক্লাব ,ফিরোজ কবির কাজল সাংগঠনিক সম্পাদক উলিপুর উপজেলা প্রেসক্লাব।
এ ছাড়াও উপস্থিত ছিলেন মিথেন রায়, মোহামিনুল ইসলাম, মোঃ শাহজাহান খন্দকার, মোঃ মোতলেবুর রহমান, মোরশেদ হক লালু, নুরবক্ত,রফিকুল ইসলাম রুকু,একরামুল হক রিপন মাস্টার, রুপেন্দ্র মজুমদার, অসীত সরকার চপল,কাইয়ুম সরকার, আতিকুর রহমান আতিক, বিপুল কুমার সাহা, সাহেব মন্ডল, আরও ইলেকট্রনিক ও প্রিন্ট পেপার সাংবাদিক বৃন্দ।
দৈনিক নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত