1. smborhan.elite@gmail.com : Borhan Uddin : Borhan Uddin
  2. arroy2103777@gmail.com : Amrito Roy : Amrito Roy
  3. news.rifan@gmail.com : admin :
  4. holysiamsrabon@gmail.com : Siam Srabon : Siam Srabon
  5. srhafiz83@gmail.com : Hafizur Rahman : Hafizur Rahman
  6. elmaali61@gmail.com : Elma Ali : Elma Ali
ফুলবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত - The Nagorik Vabna
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
বিশেষ ঘোষণা
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি/সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীরা শীঘ্রই নির্দেশনাবলী পড়ে আবেদন করুন অথবা 09602111973 বা 01915-708187 নাম্বারে যোগাযোগ করুন...
আজকের শিরোনাম :
সংস্কারের জন্য ছয় বিশিষ্টজনের নেতৃত্বে ছয় কমিশন: ড. ইউনূস মাগুরায় গণ কমিটির দাবির প্রেক্ষিতে বর্ধিত পৌর কর স্থগিত ঘোষণা নীলফামারীতে “ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা ” আয়োজন বিষয়ে সংবাদ সম্মেলন বেতন স্কেল পদোন্নতির দাবি সার্ভেয়ারদের গুলিস্থানে গোলাপ শাহ মাজার ঘিরে রেখেছেন ভক্তর শ্রীপুরে মিথ্যা তথ্যে সংবাদ প্রচার, উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন মাদারীপুরে পুলিশ সুপার এর যোগদান উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত উলিপুরে রাস্তা সংস্কারের অভাবে চলাচলে জনদুর্ভোগ বেড়েছে আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, তারপরে নির্বাচন – সমন্বয়ক সিয়াম খুলনায় বন্ধ হয়ে যাওয়া ইটভাটা গুলো আবারো সক্রিয়

ফুলবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

  • সর্বশেষ পরিমার্জন: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৬১ বার পঠিত

দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস সরকারি ও বেসরকারিভাবে পালন করা হয়েছে।

দিবসটি পালনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ফুলবাড়ী প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন দপ্তর, সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে সকালে উপজেলা পরিষদ চত্বরস্থ এবং মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ শীর্ষক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাছিনা ভূঁইয়ার সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক গণশিক্ষা মন্ত্রী, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মানিক রতন, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু ও ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স।

শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

এদিকে দিবসটি পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান।

সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক গণশিক্ষা মন্ত্রী, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে ফুলবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু।

সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আজিজুল হক সরকারের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত মন্ডল, কোষাধ্যক্ষ ধীমান চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হারুন উর রশীদ মাস্টার, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মোকাররম হোসেন, পাঠাগার সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, আইসিটি সম্পাদক মোস্তাক আহম্মদ, সদস্য হীরেন্দ্র নাথ বর্মন প্রমুখ।

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরও খবর...

আপনি কি লেখা পাঠাতে চান?