ময়মনসিংহে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল টুর্নামেন্ট উদ্বোধন
সর্বশেষ পরিমার্জন:
বুধবার, ১৫ মার্চ, ২০২৩
২৫১
বার পঠিত
ময়মনসিংহে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান। বুধবার সকালে এ উপলক্ষ্যে নগরীর সার্কিট হাউজ মাঠে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ এহতেশামুল আলমের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার
অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মুস্তাফিজার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মাছুম আহাম্মদ ভূঞা, প্রাইম ব্যাংক ময়মনসিংহের প্রধান শাখার সিনিয়র সহকারী সহ- সভাপতি মোঃ আজহারুল ইসলামসহ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মিন্টু, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, সাবেক ক্রিকেটার বাবলা পাল, তাঁরা মিঞাসহ জেলা ক্রীড়া সংস্থা ও প্রাইম ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ। উদ্বোধনী খেলায় ময়মনসিংহ জিলা স্কুল বনাম প্রিমিয়ার আইডিয়াল স্কুল ও ময়মনসিংহ পুলিশ লাইন স্কুল বনাম আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ অংশগ্রহন করে।