জেষ্ঠ্য প্রতিবেদকঃ
পিরোজপুরে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর যৌথ আয়োজনে জেলা পর্যায়ে সাংস্কৃতিক উৎসব-২০২৩ শনিবার অনুষ্ঠীত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এসময় বক্তব্য রাখেন সহকারি কমিশনারবৃন্দ, গনমাধ্যম কর্মী এস এম পারভেজ ও শিশু বিষযক কর্মকর্তা মোঃ আবুল আলম। অনুষ্ঠান উদ্বোধনের পর সকালে দুটি সাংস্কৃতিক সংগঠন তাদের পরিবেশনা উপস্থাপন করে। এদুটো হলো- কাউখালী সুর ছন্দ সংগীত একাডেমী ও পিরোজপুর সদরের রেইনবো মিউজিক্যাল গ্রুপ। পরে জেলা শিশু একাডেমীর শিশু বিষযক কর্মকর্তা মোঃ আবুল আলমের সঞ্চালনায় দুটি সাংস্কৃতিক সংগঠনের মাঝে ক্রেষ্ট বিতরন করেন অতিথিবৃন্দ।