হাসান মামুনঃ পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে নতুন আইন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। ২৭ ফেব্রুয়ারী আইন, বিচার ও সংসদ মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব (জি পি /পিপি) আব্দুস ছালাম মন্ডল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানাগেছে।
নিয়োগ পাওয়া আইন কর্মকর্তারা হলেন, সরকারী কৌশুলী প্রেমানন্দ হালদার, পাবলিক প্রসিকিউটর সরদার ফারুক আহমেদ, অতিরিক্ত সরকারী কৌশুলী তাপস কুমার পাল, অতিরিক্ত পাবলিক প্রসিকিউিটর শ. ম হায়দার আলী, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোঃ আউয়াল মিয়া, দিলীপ কুমার মাঝি সহকারী পাবলিক প্রসিকিউটর নারী শিশু ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। নিয়োগ পাওয়া আইন কর্মকর্তারা সকলেই পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সদস্য। আইন কর্মকর্তা নিয়োগ দেয়ার কপি পিরোজপুরের জেলা ম্যাজিষ্ট্রেট সহ অন্যান্নদের কাছে পাঠানো হয়েছে। পিরোজপুরের জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মাদ জাহেদুর রহমান চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।