জেষ্ঠ্য প্রতিবেদকঃ
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রমজানের আগে খোলা বাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির জন্য এক কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল সংগ্রহ করবে। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) বৈঠকে এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পৃথক দু’টি প্রস্তাব অনুমোদন করা হয়।
অনুমোদন অনুসারে, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা টিসিবি, মেঘনা ভোজ্য তেল শোধনাগার লিমিটেড থেকে ১৯০ কোটি ২৪ লাখ টাকা মূল্যের এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয় করবে। এতে প্রতি লিটারের মূল্য পড়বে ১৭২ দশমিক ০৮ টাকা।
আর ইউএন ট্রেডিং, ঢাকা থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) প্রতি লিটার ১৭২ দশমিক ০৮ টাকা দরে ৮৬ কোটি ৪০ লাখ টাকায় ৫০ লাখ লিটার সয়াবিন তেল সংগ্রহ করবে।
মন্ত্রিপরিষদ কমিটি চট্টগ্রামের শিকলবাহা ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস টারবাইন সেকশনের জন্য ৯১ কোটি ৮৫ লাখ টাকায় সরবরাহ, সংগ্রহ, ইনস্টলেশন এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞ পরিষেবাগুলোর জন্য জে এন্ড সি ইমপেক্স লিমিটেডের সঙ্গে একটি চুক্তির জন্য বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) একটি প্রস্তাব অনুমোদন করেছে।
নরসিংদী সড়ক বিভাগের অধীনে ‘সৈয়দ নজরুল ইসলাম সেতু’ -এর টোল আদায়ের জন্য কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেডকে (সিএনএসএল) পরিষেবা প্রদানকারী হিসাবে তিন মাস সময় বৃদ্ধি করে (মার্চের ১ তারিখ থেকে ২ মে ২০২৩) পর্যন্ত নিয়োগের জন্য সড়ক ও জনপথ বিভাগের একটি প্রস্তাব মন্ত্রিপরিষদের সম্মতি পেয়েছে।
সেবার বিনিময়ে ১৬ দশমিক ৪৫ শতাংশ সার্ভিস চার্জ পাবেন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। কমিটি ১৬৯ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ‘কক্সবাজার-টেকনাফ সড়ক উন্নয়ন (২য় সংশোধিত)’ এর একটি চুক্তিবদ্ধ সিভিল ওয়ার্কস প্রদানের জন্য সড়ক ও জনপথ বিভাগের একটি প্রস্তাব অনুমোদন করেছে।
কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ১১০ কোটি ২০ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন(এমটি) ব্যাগযুক্ত দানাদার ইউরিয়া সার সংগ্রহের জন্য শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর একটি প্রস্তাব অনুমোদন করেছে।
বিসিআইসি সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ১১৫ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক দানাদার ইউরিয়া সার আমদানি করবে।