স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনয়নে বনবিভাগ ও উপকারবোগীদের রোপিত সরকারী গাছ কেটে বিক্রি করে দিলেন ওই ইউনিয়নের ইউপি মেম্বার দীপক চক্রবর্তীর বিরুদ্ধে, তিনি অত্র ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাওলা গ্রামের মেম্বার। স্থানীয় বাসিন্দা মো. সেলিম শেখ জানান, সোমবার (২০ ফেব্রুয়ারি ) বিকালে ওই এলাকার হাওলা রাস্তার ৪টি বড় আকৃতির রেন্ট্রি গাছ কাটেন গাছ ব্যবসায়ী মো. ইদ্রিস হাওলাদার। স্থাণীয়রা তাকে গাছ কাটতে তারা বাঁধা দিলে ওই গাছগুলো স্থাণীয় ইউপি মেম্বার দীপক চক্রবর্তীর কাছ থেকে তিনি ক্রয় করেছেন বলে জানান। পরে স্থাণীয়রা গাছ নিতে বাঁধা দিলে তাদের বিরুদ্ধে সহযোগীতা করেন মেম্বারের সহযোগী সন্তোষ মিস্ত্রীর ছেলে পতিত মিস্ত্রী।
মঙ্গলবার (২১ ফেব্রæয়ারী) দুপুরে সদর উপজেলার বন বিভাগের কর্মকর্তা মো. জহিরুল ইসলাম কর্তনকৃত গাছগুলো জব্দ করেন। তিনি জানান, গাছগুলো বন বিভাগ ও স্থাণীয় উপকার ভোগীদের যৌথ উদ্যোগে রোপন করা হয়েছিলো। গাছগুলো এককভাবে কারো কাটার বা বিক্রি করার সূযোগ নাই। অভিযুক্তদের বিরুদ্ধে এ বিষয়ে আইনী ব্যবস্থা নেয়া হবে। স্থাণীয় ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম হাওলাদার জানান, মেম্বার কর্তৃক ওই রাস্তার সরকারী গাছ কেটে তা বিক্রির বিষয়টি স্থাণীয়রা আমাকে অবহিত করেছেন, বিষয়টি উপজেলা বন বিভাগকে অবহিত করা হয়েছে।
অভিযোগের বিষয় অভিযুক্ত ইউপি সদস্যের সাথে কথা হলে তিনি জানান, তিনি (মেম্বার) ওই রাস্তার উপকারভোগী কমিটির সাধারণ সম্পাদক। সেখানে থাকা স্থানীয়দের চলাচলের জন্য ঝঁকিপূর্ন কয়েকটি গাছ বন বিভাগের অনুমতিক্রমে স্থাণীয় গাছ ব্যবসায়ী ইদ্রিস কেটেছে। ওই গাছ বিক্রি বা কাটার বিষয়ে তার (মেম্বার) কোন সংশ্লিষ্টতা নাই।