আতিকুজ্জামান দিপু, পটুয়াখালী থেকেঃ পটুয়াখালী সদর উপজেলাধীন লাউকাঠী ইউনিয়নের আক্রাম আলী খান খেলার মাঠে বর্ণিল আয়োজনে বরিশাল শিক্ষা বোর্ডে তিনি তিনবার শ্রেষ্ঠত্ব অর্জনকারী "আছমত আলী খান কলেজ" এর দ্বাবিংশতম ছাত্র-ছাত্রীদরে নবীন বরণ-২০২৩ অনুষ্ঠতি। বৃহষ্পতবিার (১৬ ফব্রেুয়ারী) আছমত আলী খান কলজে গভর্নিং বডির সভাপতি রেজভী আহম্মদে এর সভাপতত্বিে ও প্রভাষক মোঃ মাহফুজুর রহমানরে উপস্থাপনায় নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদশে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকটে আফজাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাথেন কলজে অধ্যক্ষ মোঃ নূরেজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন, সহকারী পরিচালক খন্দকার মাজহারুল ইসলাম, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট সমাজ সেবক মোঃ মনিরুজ্জামান খান মনির, জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, জেলা পরিষদের সদস্য নুরুননাহার শেলী, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, কলজে প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মোঃ রাসেদ খান, গভার্নিং বডির সদস্য মোঃ নজরুল ইসলাম, কলেজের সহকারী অধ্যাপক মোঃ খলিলুর রহমান, প্রভাষক রত্না সেন প্রমুখ। নবীন বরন অনুষ্ঠানে কলেজ শিক্ষার্থীদের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শত শত র্দশক শ্রোতাদের মুগ্ধ করে। কলেজের র্সাবকি উন্নয়নে যথাসাধ্য চেস্টা করবেন বলে আশ্বাস দেন প্রধান অতিথি এ্যাডভোকেট আফজাল হোসেন। তিনি কলেজ ক্যাম্পাসে উন্নত জাতের আম গাছের চারাগাছ রোপন করেন।
দৈনিক নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত