এনামুল হক,কাউখালী অফিসঃ
কাউখালাতে গতকাল বুধবার সারাদেশের ন্যায় মজিব বর্ষ ও স্বাধীনতার ৫০ র্বছর উপলক্ষ্য প্রধান মন্ত্রির পক্ষ থেকে উপহার হিসাবে কাউখালীতে ৯ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাসের চাবি হস্তান্তর করে। এসময় মুক্তিযোদ্ধাদের ঘরে চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা। যে সকল বীর মুক্তিযোদ্ধাদের পরিবার চাবি পেলেন তারা হলেন হোগালা গ্রামের মোঃ বীর মুক্তিযোদ্ধা নুরুল হক হাওলাদার, সোনাকুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজাহার আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম, ডুমজুড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মুখলেচুর রহমান। কেউন্দিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হ্ইা পনা ছেলে কামরুল হাসান পলাম, কেউন্দিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইসমাাইল হোসেন, গোসনতারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল হক সরদারে ছেলে মতিউর রহমান সরদার, কেউন্দিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম তালুকদার, সাহাপুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন এবং কেউন্দিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল আলম। এসকল বীর নিবাস ঘরের চাবি হস্তন্তর অর্নুষ্ঠানের উপস্থিত ছিলেন্ মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার,উপজেলা চেয়ারম্যান মোঃ আবু সাঈদ মিয়া মনু প্রমুখ।