কাউখালী অফিসঃ পিরোজপুরের কাউখালীতে সমন্বিত ব্যবস্থপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্প এর আওতায় ৫০% উন্নয়ন সহায়তায় কাউখালীতে ১ম পর্যায়ে উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৬ জন কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি ভর্তুকি মূল্যে বিতরণ করা হয়েছে। কৃষি যন্ত্রপাতির মধ্যে রয়েছে ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১৩টি সিডার মেশিন এবং১ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের তিনটি ধান মাড়াই মেশিন। মঙ্গলবার (১৪) দুপুরে উপজেলা পরিষদের সামনে এসব উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানার সভাপতিত্বে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, জেলা কৃষি প্রকৌশলী এসএম মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুনিল কুন্ডু, কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, আরটিভি জেলা প্রতিনিধি শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ প্রমুখ। ভর্তুকি মূল্যে মেশিন পেয়ে কৃষকরা আনন্দ উল্লাস করেন। সিডার মেশিন পাওয়া শিয়ালকাঠী ইউনিয়নের কৃষক জাহাঙ্গীর হোসেন ডাকুয়া বলেন আমি ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের চাষাবাদের জন্য ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের একটি সিডর মেশিন পেয়েছি এখানে ১ লক্ষ টাকা কৃষি অধিদপ্তর দিয়েছে আমি ১ লক্ষ ৫০ হাজার টাকা জমা দিয়ে মেশিন পেয়েছি। কাউখালীর কৃষক ইয়াসিন বলেন ৮০ হাজার টাকা জমা দিয়ে ১ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের একটি ধান মরাই মেশিন পেয়ে খুশি হয়েছেন।