ষ্টাফ রিপোর্টারঃ পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতি হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলোর মধ্যে রয়েছে-আলোচনা, সাংস্কৃতি, বঙ্গবন্ধুর ওপর চিত্রাংকন, কবিতা আবৃত্তি, মসজিদ-মন্দিরে আলোচনা ও প্রচার, পূষ্পমাল্য আর্পন, স্তানীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ভাষন প্রচার ও প্রমান্য চিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচী। এসময় অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. ইয়াসিন আলী, সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান, জেলা তথ্য অফিসের উপপরিচালক লেলিণ বালা, মুক্তিযোদ্ধা গৌতম রায চৌধুরি, পৌর প্যনেল মেয়র আঃ হাই, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, সাংবাদিক মাহমুদ হোসেন ও এস এম পারভেজ, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ, জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক ও সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন সিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসনে কর্মকর্তা, পুলিশ বিভাগের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, মহিলা আওয়ামীলীগের নারী নেত্রীসহ যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেনীর সদস্যবৃন্দ এসময় উপস্তিত ছিলেন।