রংপুর সুগার মিলস লিঃ পুনঃচালুকরণ ও অন্যায়ভাবে কর্তনকৃত শ্রমিক কর্মচারীদের বেতন ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন ও পথসভা
সর্বশেষ পরিমার্জন:
বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
৯
বার পঠিত
জাফর ইকবাল রানা গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
রংপুর বিভাগের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান রংপুর সুগার মিলস লিমিটেড পুনরায় চালু করণ ও অন্যায় ভাবে কর্তনকৃত শ্রমিক কর্মচারীদের অর্থ ফেরত পাওয়ার দাবীতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর বুধবার সকাল দশটায় মিলসগেট চত্বরে শ্রমিক কর্মচারী, আখ চাষী ও ছাত্র-জনতার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই চিনিকল আধুনিকায়ন সহ পুনরায় চালু করনের দাবী জানিয়েছেন।
বিগত সরকারের আমলে বিভিন্ন আমলা ও দালালদের চক্রান্তে রংপুর সুগার মিলসহ আরও বেশ কয়টি সুগার মিল আখ মাড়াই বন্ধ করে দেয়। তারই ধারাবাহিকতায় রংপুর চিনিকল লিমিটেড চত্বরে সকল শ্রমিক, কৃষক, সাধারণ জনতা বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন যতক্ষণ না পর্যন্ত আঁখ মাড়াই বন্ধকৃত রংপুর সুগার মিল আবার পুনরায় চালু করছে কৃষক, শ্রমিক ও এলাকাবাসীর মুখে নতুন করে হাসি ফিরিয়ে আনবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে অঙ্গীকারবদ্ধ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আবু সুফিয়ান সুজা, মোস্তাফিজুর রহমান দুলাল, ফারুক হোসেন ফটু, মোঃ রফিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে আরোও বক্তব্য রাখেন মোঃ আতোয়ারুল ইসলাম নান্নু বাংলাদেশ আখ চাষী ইউনিয়ন জাতীয় কমিটির প্রচার সম্পাদক, মোঃ আতাউর রহমান, মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্র দলের আহ্বায়ক এম মোফাজ্জল হোসেন মৃধা, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরে আলম, ছাএনেতা রাতুল, সাকিল প্রমুখ।