বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন’ সহায়তায় কিশোরগঞ্জে জেলায় কর্মরত সকল সহযোগী সংস্থাসূমহের প্রধানের সাথে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ রেজাউল আহসান, (সাবেক সচিব) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ সদরের সার্কিট হাউসে সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ রেজাউল আহসান।
মতবিনিময় সভায় কিশোরগঞ্জ জেলায় কর্মরত সকল সহযোগী সংস্থাসমূহের প্রধানদের প্রত্যেকেই তাদের সংস্থার নিজ নিজ কার্যক্রম সম্পর্কে প্রধান অতিথিকে অবহিত করেন ও কর্মসূচির বাজেট বরাদ্দ বৃদ্ধিকরণ, কর্মসূচির সময় এক বছর থেকে কমিয়ে আনাসহ বিভিন্ন প্রস্তাব সুপারিশ আকারে তুলে ধরেন। উক্ত প্রস্তাব ও সুপারিশগুলো একত্রিত করে লিখিত আকারে বিএনএফের চেয়ারম্যান বরাবর দাখিল করার জন্য নির্দেশনা দেন। মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন ওআরএ’র নির্বাহী পরিচালক এ্যাডভোকেট ফকির মোঃ মাজহারুল ইসলাম, ওয়েপ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান রিপন, আউসের নির্বাহী পরিচালক কাউসার আহমেদ, পিডিএ’র নির্বাহী পরিচালক মারিয়া, আর্পের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম ও চেতনার নির্বাহী পরিচালক মোঃ মুসা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহমুদুল হাসান, দৈনন্দিন চিত্রের সম্পাদক সাইফুল্লাহ সাইফ, বিএনএফের নির্বাহী অফিসার মুহম্মদ হামিদুর রহমান, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি সহযোগী সংস্থাসমূহের কার্যক্রম পরিদর্শন করেন ও উন্নয়নমূলক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এর আগে গতকাল সন্ধ্যায় তিনি ময়মনসিংহ জেলা কিশোরগঞ্জ আসেন এবং কিশোরগঞ্জ সার্কিট হাউজে রাত্রিযাপন করেন।