জানা গেছে, মঙ্গলবার বিকালে রাধানগর বাজারে বিএনপির সমাবেশ চলছিলো। সমাবেশ শেষে হঠাৎ ওই এলাকার আওয়ামীলীগের রইচ,বাবুল,কামাল, রুবেল, ইমরান, আলী আজম, বারু সহ প্রায় তিন শতাধিক লোকে বিএনপি নেতা কর্মীদের উপর রামদা, লাঠিসোটা নিয়ে হামলা চালায়। ইতনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কুমার ডাঙ্গা গ্রামের মিলন মোল্যা(৩৭) ও গ্রাম পুলিশ ডিগ্রীর চর গ্রামের তাহের সরদার(৪০) কে দূর্বৃত্তরা পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরের দিন বুধবার সকালে দূর্বৃত্তরা বিএনপি নেতা ডিগ্রীরচর গ্রামের ইসরাফিলের বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রী নাসিমা বেগম (৩০)কে মারপিটসহ বাড়ি ভাংচুর করে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে বুধবার সকালে আহতদের দেখতে যান লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোল্যা নজরুল ইসলাম, শ্রমিক দলের আহবায়ক মোঃ আকতার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার তাইবুল হাসান, ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ পলাশ শেখ।
আহতরা জানান, আমরা আইনগত ব্যবস্থা নেবো।
লোহাগড়া থানার ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।