রিয়ন ইসলাম ,গাইবান্ধা : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় সঞ্জয় পাল জয় নামে একজনকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে পুলিশ।আজ দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান ঢাকা মেডিকেলে হামলায় জড়িত থাকা সঞ্জয় পাল জয়কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃত সঞ্জয় এজহার নামীয় আসামী। গ্রেফতারকৃত সঞ্জয় শহরের আদর্শ পাড়ার রনজিৎ কুমার পালের ছেলে এবং ঢাকার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ছাত্র। আজ ভোর পাচটায় বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে। আসামী সঞ্জয়ের বাবা জানান সেদিনের ঘটনার সময় তার বন্ধুর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ফেসবুক পেজে একটি লাইভ দেয়ার কারনেই তাকে আসামী করা হয়েছে। মুলত সে মামলার সাথে তার কোন সংপৃক্ততা নেই। চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানা একটি মামলা হয়। ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে মামলাটি করেন। মামলার অপর আসামীরা হলো শাহরিয়ার অর্ণব,সিহাব তুর্জ ও সাইমি নাজ শয়ন।