আইয়ুব আলী, হোমনা : কুমিল্লার হোমনায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে রবিবার হোমনা চৌরাস্তা সংলগ্ন জহর সাহেবের বাসভবনের নীচতলায় দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জহিরুল হক জহরের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মহিউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা, যুগ্ন আহবায়ক আলমগীর সরকার,হানিফ মিয়া, সাইদুল ইসলাম শাহীন, আবদুল আজিজ সাব মিয়া চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা,সাবেক ইউপি চেয়ারম্যান মো. সামসুদ্দিন আহমেদ,ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল , সাইফুল ইসলাম রাজা, আহবায়ক কমিটির সদস্য শাহআলম হিমেল, মহিলা দলের সভাপতি শেফালী বেগম, যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম ,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অহিদুজ্জামান মোল্লা, ছাত্রদলের আহবায়ক সাইজুদ্দিন সাজু প্রমুখ ।