মোঃ রেজাউল হক রহমত,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদকবিরোধী অভিযানে ৪১৬ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪৯,৩২০ টাকা।
সোমবার (২৬ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শামীম ভুইয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করে পৌর এলাকার ৩ নং ওয়ার্ড মান্নান মেকারের বাড়ির ভাড়াটিয়া মুক্তার হোসেন বাবুর বসতঘর থেকে ইয়াবা ট্যাবলেট ভাগ বাটোয়ারার সময় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, (১) নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ার মোঃ শরীফুল ইসলাম (৪৫), (২) মামুন মিয়া (৫৫), (৩) পদ্মপাড়ার মোঃ বাবু (৩২)। তাদের বিরুদ্ধে নবীনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আগামি কাল সকালে তাদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে এসআই শামীম ভুইয়া জানিয়েছেন, “মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলের জন্য আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব।