মোঃমনিরুল ইসলাম,চলনবিল(সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের সলঙ্গায় বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার আসামী আব্দুল করিম রেজা ওরুফে খাড়া করিমকে আটক করেছেন সলঙ্গা থানা পুলিশ৷সোমবার (২৬ই আগষ্ট)রাতে তাকে আটক করা হয়৷মামলা সূত্র জানা যায় সলঙ্গায় বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর গত (৪ই আগষ্ট) শান্তিপূর্ণ মিছিলে গুলিবর্ষণ সহ অতর্কিত হামলার ঘটনায় সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বাদী হয়ে গত ২৩ই আগষ্ট একটি মামলা দ্বায়ের করেন৷উক্ত মামলার ২৬ নাম্বার আসামী ছিলেন আব্দুল করিম রেজা৷বিষয়টি নিশ্চিত করেছেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক৷